স্টাফ করেসপনডেন্ট গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেলস্টেশন এলাকায় সুতিয়া নদীর উপর কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নিচে পড়ে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১২ মে) বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কাওরাইদ রেল স্টেশনের মাস্টার এএসএম রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসে। বিকেল পাঁচটার দিকে কাওরাইদ স্টেশন এলাকা পার হচ্ছিল। এসময় কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পার হচ্ছিলেন দুই বৃদ্ধ। সেতুতে উঠার পর ওই দুই বৃদ্ধকে ট্রেন ধাক্কা দিলে তারা সেতু থেকে সুতিয়া নদীর নিচে শুকনো জায়গায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে একজনের মরদেহ নিয়ে গেছে স্বজনরা। অপর একজনের মরদেহ সেতুর নিচে পড়ে রয়েছে। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশে খবর দেয়া হয়েছে।
/এএস
Leave a reply