‘গণহত্যাকারী হিসেবে ইতিহাসে লেখা থাকবে নেতানিয়াহুর নাম’

|

ইতিহাসে গণহত্যাকারী হিসেবে লেখা থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম। এমন মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও আল আরাবিয়া নিউজের।

রোববার (১২ মে) সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা একটি পোস্টে এই মন্তব্য করেন গুস্তাভো। তিনি লেখেন, লাখ লাখ নিরপরাধ মানুষকে বোমাবর্ষণ করে হত্যা করাটা বীরত্ব নয়। এটি গণহত্যা ছাড়া আর কিছুই নয়। এসময় নেতানিয়াহুকে নাৎসি বাহিনীর সাথেও তুলনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই কথার লড়াই চলছে গুস্তাভো ও নেতানিয়াহুর মধ্যে। এর আগে, গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারের দাবিও জানান গুস্তাভো।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply