গত বছরের মতো এবারও সারা দেশের মধ্যে পাসের হারে তলানিতে সিলেট শিক্ষাবোর্ড। চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ৯ হাজার ৭৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০ হাজার ৬ জন। অর্থাৎ পাসের হার ৭৩ দশমিক তিন, পাঁচ শতাংশ। সারাদেশের মধ্যে যা সর্বনিম্ন।
পাসের এই হার গত বছরের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ কম। অভিভাবকরা বলছেন, প্রবাসমুখী হওয়ার প্রবণতা এবং মোবাইল ফোনে আসক্তি ফলাফল বিপর্যয়ের বড় কারণ।
শিক্ষকদের মতে, পরিবার বা প্রতিষ্ঠান থেকে পর্যাপ্ত সহযোগিতা না পেলে এ অবস্থার উত্তরণ সম্ভব নয়।
বোর্ড সংশ্লিষ্টরা জানালেন, গতবারের মতো এবারও মানবিক শাখা ফলাফল বিপর্যয়ের শীর্ষে। দক্ষ শিক্ষক্ষের অভাবকে দায়ী করছেন তারা।
চলতি বছরে বোর্ডটিতে জিপিএ ফাইভ পেয়েছে ৫ হাজার ৪৭১ জন। আর শতভাগ শিক্ষার্থী পাস হয়েছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৩১টি।
এটিএম/
Leave a reply