শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

|

প্রতীকী ছবি

ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রোববার (১২ মে) গুয়েতেমালা-মেক্সিকোর সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্পটি অনুভূত হয়। খবর রয়টার্স।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার সকালে চিয়াপাস উপকূলের কাছাকাছি এলাকায় ভূমিকম্প হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭৫ কিলোমিটার গভীরে। এদিকে গুয়েতেমালার দুর্যোগ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের ফলে একাধিক স্থানে অবকাঠামোর ক্ষতি হয়েছে। এছাড়া মেক্সিকোর সীমান্তবর্তী কোয়েটজালতেনাঙ্গো এবং সান মার্কোসও ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কসহ ভূমিধসের খবরও পাওয়া গেছে।

প্রসঙ্গত, মেক্সিকোর নৌবাহিনী জানিয়েছে, ভূমিকম্প পরবর্তী সুনামি হওয়ার কোনও ঝুঁকি নেই।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply