আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। যথারীতি স্কট এডওয়ার্ডসের অধিনায়কত্বে বিশ্বকাপ খেলবে ডাচরা। তবে বড় চমক হিসেবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার কলিন অ্যাকারম্যান এবং ফন ডার মারওয়ে।
গত মার্চে নেপালে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে নামের প্রতি সুবিচার করতে পারেননি মারওয়ে। ৫ ম্যাচ খেলে শিকার করেন ৪ উইকেট। যদিও গত দেড় বছর একটি টি-টোয়েন্টিও না খেলা টিম প্রিঙ্গলকে দলে রেখেছে ডাচরা। সেই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক মাইকেল লেভিটও পেয়েছেন নিজের প্রথম বিশ্বকাপ খেলার।
অভিজ্ঞ ওপেনার ম্যাক্স ও’ ডাউড আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। নেদারল্যান্ডসের জার্সিতে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরির কীর্তিও আছে তার। ওপেনিংয়ে থাকছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ খেলা বিক্রমজিৎ সিং। মাঝে মাঝে পেস বোলিংও করতে দেখা যায় তাকে। বাস ডি লিডের মতো অভিজ্ঞ অলরাউন্ডার খেলবেন বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ড্যানিয়েল ডোরামও আছেন বিশ্বকাপের দলে।
লোগান ফন বিক, পল ফন মিকিরেন, ভিভিয়ান কিংমা—তিন তারকা পেসার আছেন ডাচদের বিশ্বকাপ দলে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন তেজা নিদামানুরু। ৪০ বছর বয়সী ব্যাটার ওয়েসলি বারেসি খেলবেন বিশ্বকাপ। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গেল আছেন ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপ দলে। স্পিন আক্রমণে থাকছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ১৫ সদস্যের দলের পাশাপাশি কাইল ক্লেইন যাচ্ছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে।
আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডি গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ডাচরা। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচ ১৩ জুন।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিডা, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, লোগান ফন বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ফন মেকিরান, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।
/আরআইএম
Leave a reply