পরমাণু নীতি পরিবর্তনের হুঁশিয়ারি ইরানের

|

ইসরায়েল বাড়াবাড়ি করলে পরমাণু নীতিতে পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার (১২ মে) রাজধানী তেহরানে আয়োজিত ইরান-আরব সম্মেলনে আলোচনায় অংশ নেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা কামাল খারাজি। জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘ইরান ইন্টারন্যাশনাল’।

খারাজি বলেন, নিজেদের সার্বভৌমত্বের ওপর কোনো প্রকার হুমকি সহ্য করবে না ইরান। ইসরায়েল যদি পারমাণবিক হামলার হুমকি তৈরির দুঃসাহস দেখায়, তাহলে নিজেদের পারমাণবিক নীতি পুনর্বিবেচনায় বাধ্য হবে তেহরান প্রশাসন। পরমাণু চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনাও করেন কামাল।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আরও বলেন– মার্কিনীরা বলে, আলোচনাই সর্বোত্তম পন্থা। হ্যাঁ, আমরাও তা বিশ্বাস করি। তবে আমেরিকানরাই কি কূটনৈতিক পথ ছেড়ে আগে পালায়নি?

উল্লেখ্য, ২০১৮ সালে ছয় বিশ্বশক্তির সাথে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। উত্তেজনার জেরে তেহরানও সরে যায় ২০২০ সালে। পারমাণবিক কার্যক্রম নিয়ে বরাবরই ইরানকে সন্দেহের চোখে দেখে আসছে পশ্চিমা দেশগুলো। যদিও তেহরানের দাবি, পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছা নেই তাদের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply