ইউনিয়ন পরিষদে ঢুকে ইউপি সদস্যকে মারধর করলেন যুবলীগ নেতা

|

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে এক ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মামুনুর রশীদ উপজেলা যুবলীগের সাবেক নেতা। মারধরের ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে ঘটনাটি ঘটে। 

জানা গেছে, বুধবার দুপুরে ৩ নং ডোয়াইল ইউনিয়ন পরিষদে দলবল নিয়ে ঢুকে মামুনুর রশীদ। এসময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের কক্ষে ঢুকে জোরপূর্বক তার মেয়ের জন্ম সনদ দিতে বলে সে। এসময় জন্ম সনদ দিতে দেরি হওয়ায় হাত ভেঙে ফেলার হুমকি দেয় মামুন। এরপর পরিষদের সচিবের কক্ষে ঢুকে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিমের সাথে অশুভ আচরণ শুরু করে সে। প্রতিবাদ করলে এক পর্যায়ে সচিবের কক্ষে বসে থাকা ইউপি সদস্য রেজাউল করিমকে মারধর করতে থাকে মামুন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন ইউপি সদস্য রেজাউল করিম। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply