চার দশক পর চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা

|

সর্বশেষ ১৯৮২-৮৩ মৌসুমে উয়েফার শীর্ষস্তরের প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিলো ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা । এরপর কেটে গেছে দীর্ঘ চার দশকেরও বেশি সময়। এর মাঝে আর দেখা যায়নি তাদের। মঙ্গলবার (১৪ মে) প্রিমিয়ার লিগের সিটি-টটেনহাম হাইভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে ছিলো দুটি দল। আর্সেনাল এবং অ্যাস্টন ভিলা।

যদি টটেনহাম হার এড়াতে পারতো তাহলে লিগ শিরোপার কাছাকাছি চলে যেতো আর্সেনাল। অপরদিকে ফলাফলের প্রেক্ষাপটে এখন টটেনহামের সাথে ৫ পয়েন্টের ব্যবধান অ্যাস্টন ভিলার। তাই শেষম্যাচ হেরে গেলেও লিগ টেবিলে শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার দরজা খুলে গেছে তাদের। অবশেষে শেষ হাসি হেসেছে অ্যাস্টন ভিলা। হেরেছে টটেনহাম। লিগ শিরোপার সম্ভাবনা নিভে গেছে আর্সেনালের।

চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পর ভিলা কোচ এমেরি বলেছেন, আজকের দিনটা বিশেষ। চ্যাম্পিয়নস লিগে পৌঁছাতে পারাটা আমাদের জন্য একটি বড় অর্জন। আমরা মৌসুমটা শুরু করেছিলাম এরকম লক্ষ্যকেই সামনে রেখে। চোট থাকলেও আমরা মনোযোগ ধরে রাখতে পেরেছি। চ্যাম্পিয়নস লিগে খেলতে পারাটা সেরা একটি ব্যাপার।

উল্লেখ্য, ১৯৮১-৮২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলো অ্যাস্টন ভিলা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply