যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থার জন্য দায়ী একমাত্র ইসরায়েল। এমন অভিযোগ করলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। বৃহস্পতিবার (১৬ মে) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনি বলেন, সম্প্রতি মিসর ও কাতারের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মতি জানিয়েছে। মার্কিন প্রশাসনও বিষয়টি নিয়ে অবগত ছিল। তবে দখলদাররা প্রস্তাবের প্রতিক্রিয়ায় রাফা ক্রসিং দখল ও নিয়ন্ত্রণে নিয়েছে। রাফায় আগ্রাসন শুরু করেছে।
ইসমাইল হানিয়া আরও বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে সংশোধন এনে আলোচনা প্রক্রিয়া থমকে দিয়েছে ইসরায়েল। গাজায় আগ্রাসন বন্ধ ছাড়া কোনো শর্ত মানা হবে না, এমন হুঁশিয়ারিও দেন।
প্রসঙ্গত, জাতিসংঘ আজ জানিয়েছে, গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি অভিযান জোরদারের পর ১০ দিনে অঞ্চলটি ছেড়েছে প্রায় ৬ লাখ ফিলিস্তিনি।
/এএম
Leave a reply