লালমনিরহাট করেসপনডেন্ট:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের অন্তত ৩০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে একটি ঔষধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মূহুর্তেই বাজারের অন্যান্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবু তাহের জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তুষভান্ডার বাজার বণিক সমিতির সভাপতি আবু তালেব মিলু বলেন, এই অগ্নিকাণ্ডে কাপড়, কসমেটিকস ও ওষুধের দোকানসহ ছোট-বড় ৩০টি দোকান পুড়ে গেছে।
/আরএইচ
Leave a reply