গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষনে প্রাণ গেছে ৩ ফিলিস্তিনি কিশোরের। রোববার, বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতরা খালেদ বাসাম, আবদুল হামিদ ও মোহাম্মদ ইব্রাহিম। তাদের বয়স ১৩-১৪ বছর।
ফিলিস্তিনের দাবি, সীমান্তের কাছেই বিমান হামলার শিকার হয় কিশোররা। গুরুতর আহত অবস্থায় তাদের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিলো। কিন্তু, পথে দ্বিতীয় দফা ইসরায়েলি গুলিবর্ষনের শিকার হয় কিশোরদের বহনকারী অ্যাম্বুলেন্স। অবশ্য, ইসরায়েলের অভিযোগ- সীমান্তের কাছে বিস্ফোরক রাখছিলো তারা। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেই চালানো হয়েছে হামলা। নিজ ভূখণ্ডে ফিরতে প্রায় সাত মাস ধরে চলছে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলন। যাতে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি।
Leave a reply