স্বায়ত্ত্বশাসিত অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় বিক্ষোভ দমনে বিপুল পরিমাণ সেনা সদস্য ও সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। নতুন করে হাজারের বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য পাঠানো হয়েছে অঞ্চলটিতে। খবর বার্তা সংস্থা এপির।
মঙ্গলবার (১৪ মে) থেকেই বিক্ষোভে উত্তাল নিউ ক্যালেডোনিয়া। দোকানপাটে ঘটেছে লুটপাটের ঘটনা। এছাড়াও, আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় দেয়া হয়েছে আগুন। সংঘাতে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
অঞ্চলটির বাসিন্দাদের ভোটাভুটির নিয়মে পরিবর্তন নিয়ে মঙ্গলবার ফ্রান্সের পার্লামেন্টে একটি বিল পাস হয়। নতুন এ বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিয়াতে ১০ বছরের বেশি বসবাস করেন, তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার পাবেন। তারই প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।
/এএম
Leave a reply