আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ার জোহর রাজ্যের উলু তিরাম থানায় হামলা চালিয়েছে একটি সন্ত্রাসী গোষ্ঠি। হামলায় দেশটির দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ‘জেমাহ ইসলামিয়া’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে ধারণা পুলিশের।
শুক্রবার (১৭ মে) ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানায় দেশটির রাস্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা। এই ঘটনার পর দেশের সকল থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক রাজারুদিন বলেন, সন্দেহভাজন মুখোশধারীরা একটি বন্দুক ও একটি প্যারাং নিয়ে উলু তিরাম থানায় হামলা চালিয়েছে। এতে দুই পুলিশ সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। পরে হামলাকারীর কাছ থেকে একটি পিস্তল ও একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে জেমাহ ইসলামিয়ার ২০ জনেরও বেশি সদস্যকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটির পুলিশ প্রধান রাজারুদ্দিন বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলার তদন্তে ১৯ থেকে ৬২ বছর বয়সী সন্দেহভাজন একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
/আরএইচ
Leave a reply