উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইউ জং রাশিয়াকে অস্ত্র দেয়ার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। কিম ইউ জং এক বিবৃতিতে বলেন যে তার দেশ রাশিয়ায় কোন অস্ত্র রফতানি করেনি। তিনি উত্তর কোরিয়া-রাশিয়া অস্ত্র লেনদেনের বিষয়টিকে ‘সবচেয়ে অযৌক্তিক প্যারাডক্স’ হিসাবে চিহ্নিত করেছেন। শুক্রবার (১৭ মে) এক প্রতিবেদনে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানায়।
এপি’র প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেয়ার অভিযোগ তুলে আসছে। এর আগে, মস্কোও এই অভিযোগ অস্বীকার করেছে।
কিমের বোনের দাবি, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে কোনো অস্ত্র চুক্তি হয়নি। এ ধরণের অভিযোগকে ভিত্তিহীন ও কল্পকাহিনী নির্ভর আখ্যা দিয়েছেন তিনি।
তার অভিযোগ, দেশটিকে নিয়ে গুজব ছড়াচ্ছে শত্রুরা। কিম ইউ জংয়ের দাবি, রফতানির উদ্দেশ্যে নয় বরং দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবেলায় অস্ত্র উৎপাদন করে তার দেশ।
/এআই
Leave a reply