ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের সাথে ১-১ গোলে ড্র করেছে লিগ টপার আল হিলাল। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল হিলালকে এক পয়েন্ট উপহার দেন মিত্রভিচ।
আল আউয়াল স্টেডিয়ামে খেলার ১ম মিনিটেই গোল পায় আল নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর পাস থেকে জোরালো শটে দারুণ এক গোল করেন ওটাভিও। খেলার ১০ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন রোনালদো। ২৬ মিনিটে মানের বাড়ানো বলে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন সিআরসেভেন। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আল হিলাল। বেশ কয়েকটি আক্রমণও করে তারা। নাসরের গোলকিপার অস্পিনা দারুণ কিছু সেভ করেন। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। খেলার ৮১ মিনিটে রোনালদোর নিশ্চিত গোল ঠেকিয়ে দেন আল হিলাল গোলকিপার বোনো। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে ড্র নিশ্চিত করেন মিত্রভিচ।
তাতে চলতি মৌসুমে প্রো লিগে শেষ দেখায় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী সমতায় থেকে লড়াইয়ের ইতি টানলো। আল নাসরকে টপকে আল হিলাল আগেই লীগ শিরোপা নিশ্চিত করেছিল।
/এমএন
Leave a reply