বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে ১১, ১৬ ও ১৯তম গ্রেডে আটজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: সহকারী পরিযান কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: সড়ক পরিবহন ব্যবস্থাপনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা (গ্রেড–১১)
২. পদের নাম: সহকারী ক্রয় কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। ক্রয় পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৩. পদের নাম: সহকারী পরিসংখ্যান কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৪. পদের নাম: হোস্টেল তত্ত্বাবধায়ক
পদসংখ্যা: ১
যোগ্যতা: বৃহৎ হোস্টেল ব্যবস্থাপনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
৫. পদের নাম: বুকিং সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: পিওএল সহকারী
পদসংখ্যা: ২
যোগ্যতা: এসএসসি পাস। পিওএল ব্যবহারে এবং রেকর্ডপত্র রক্ষণাবেক্ষণে জ্ঞানসম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
বয়সসীমা
৯ জুন ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন যেভাবে
আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ), জন্মতারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ, স্বাক্ষরসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কাগজপত্র সংযুক্ত করে সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।
আবেদন ফি
‘চেয়ারম্যান বিআরটিসি’, ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০ বরাবরে যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৫ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মেজর মো. নিজাম উদ্দিন, জেনারেল ম্যানেজার (প্রশা. ও পার্সো.), বিআরটিসি, ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০।
আবেদনের সময়সীমা: ১৯ মে থেকে ৯ জুন ২০২৪ পর্যন্ত।
Leave a reply