পরমাণু কর্মসূচি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন কিম জং উন

|

ফাইল ছবি

পরমাণু কর্মসূচি জোরদারে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। অস্ত্র উৎপাদন বৃদ্ধির ওপরও জোর দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ মে) ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। নিজে উপস্থিত থেকে এই কর্মসূচি পরিদর্শন করেন কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেআরটিতে প্রকাশ করা হয় সে ছবি।

এসময় একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন কিম। কোরীয় উপদ্বীপে শত্রুপক্ষের ক্রমাগত সামরিক তৎপরতার জবাবে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।

একদিন আগেই দক্ষিণ কোরিয়া জানিয়েছে, পূর্ব উপকূলের দিকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ অভিযানের একদিন পর মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply