যানজট, জলাবদ্ধতা, মশার উৎপাত নিয়ে নানা আক্ষেপ আর সমালোচনা থাকলেও দায়িত্ব গ্রহণের চার বছরে নিজের কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের চার বছরপূর্তি উপলক্ষে রোববার (১৯ মে) সকালে নগর ভবনে সংবাদ সম্মেলনে করেন মেয়র তাপস। এসময় তিনি এ দাবি করেন।
নির্বাচনী ইশতেহারের অনেক কিছু বাস্তবায়ন করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, ৪০ বছরের কাজ ৪ বছরে শেষ করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেয়া হচ্ছে দক্ষিণের সকল উন্নয়ন কাজ। তবে প্রত্যাশিত বিনিয়োগ না পাওয়ায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
এসময় হাতে থাকা বাকি এক বছরের মধ্যে সচল ঢাকা নিশ্চিত ও খাল দখলমুক্ত করে সুন্দর ঢাকা উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
/এনকে
Leave a reply