কাশ্মীরে গুলিতে বিজেপি নেতা নিহত, আহত পর্যটক দম্পতি 

|

ছবি: পিটিআই

ভারতে যখন চলছে ১৮তম লোকসভা নির্বাচন, তখন কাশ্মীরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেছে এক বিজেপি নেতার। শনিবার (১৮ মে) উপত্যকার দক্ষিণাঞ্চলে হত্যা করা হয় আইয়াজ আহমেদ শেখ নামের ওই নেতাকে। অভিযোগ, তার বাড়ির ভেতরে এসে হামলা চালায় বন্দুকধারীরা। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

নিহতের নাম আইজাজ আহমেদ শেখ। তিনি দক্ষিণ কাশ্মীরের একটি গ্রামের সাবেক পঞ্চায়েত প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য ছিলেন আইজাজ।

জাতীয় নির্বাচন নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে অঞ্চলটিতে। আগামী সোমবার (২০ মে) পঞ্চম ধাপের নির্বাচনেও ভোট হবে কাশ্মীরে। এর দুদিন আগে ঘটলো এই হামলার ঘটনা। রাজনৈতিক স্বার্থেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাকর্মীদের। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে দলটি।

এর আগে, গত শুক্রবার (১৭ মে) উপত্যকার পেহেলগামে বিচ্ছিন্নতাবাদীদের হামলার শিকার হন এক পর্যটক দম্পতি। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। নির্বাচনী প্রচারণার মধ্যে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী নেতারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply