রইসির হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের তৈরি, তবে কি এটাই কাল হয়ে দাঁড়ালো?

|

যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয় নীল-সাদা উড়োযানের ছবি। জানানো হয়, যুক্তরাষ্ট্রের তৈরি বেল-টু-ওয়ান-টু হেলিকপ্টার বহন করছিল প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে। পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান। এগুলোর বেশিরভাগই কয়েক দশকের পুরোনো।

বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে, অনেক সময়ই এসব উড়োযানের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনা দেশটির। ইরানের বিমানবাহিনীর বহরেও বেশিরভাগ বিমান ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে কেনে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply