দেশজুড়ে উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে: ইসি আলমগীর

|

দেশজুড়ে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। সোমবার (২০ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে সব দল নির্বাচনে অংশ নিচ্ছে । তারপরও নির্বাচন অনুষ্ঠানে ভোটার উপস্থিতি কমে যাচ্ছে। ভোট দেয়ার ক্ষেত্রে ভোটারদের মানসিকতা পরিবর্তিত হচ্ছে। এজন্য নির্বাচনে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে জানান তিনি।

মো. আলমগীর আরও বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে। এজন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply