বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে সংলাপের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র ঐক্যফ্রন্ট আহ্বায়ক ড. কামাল হোসেনের কাছে পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী নিজেই সংলাপের নেতৃত্ব দেবেন বলে জানান তিনি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার কিছু পরে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান আওয়ামী লীগের দফতর সম্পাদক। সেখানে তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন ড. কামালের হাতে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক জানান, সংবিধানসম্মত আলোচনা করতে প্রধানমন্ত্রীর দরজা সবসময়ই খোলা। আর গণফোরামের সাধারণ সম্পাদক জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যে কোন ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ঐক্যফ্রন্ট।
রোববার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি দেয় ঐক্যফ্রন্ট। তারই পরিপ্রেক্ষিতে সংলাপে বসার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Leave a reply