নাটোরে ভোটারদের বাধা ও মারপিটের অভিযোগ, আটক ২

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

ভোটারদের বাধা, মারপিটের অভিযোগের মধ্যে চলছে নাটোরের ২ উপজেলায় ভোটগ্রহণ। ইতোমধ্যে ভোট প্রদানে বাধা প্রদান ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২ জনকে আটক করেছে প্রশাসন।

মঙ্গলবার (২১ মে) সকালে ভোট শুরু হওয়ার পর নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান ও মারপিটের ঘটনা ঘটে। ওই কেন্দ্রে শালিক প্রতীকের প্রার্থী আসলাম উদ্দিনের কর্মিদের বিরুদ্ধে আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলামের সমর্থকদের মারপিট ও এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বভাবিক করে এবং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করায়।

এদিকে, ফাগুয়ারদিয়ার ইউনিয়নের ফাগুয়ারদিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান ও ভয়ভিতি দেখানোর অভিযোগে সাইফুল ইসলাম ও আবুল বাশার নামে ২ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন সজাগ রয়েছে। কোথাও কেন বিপত্তি হলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply