রইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েও পায়নি ইরান

|

প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের পর সহযোগিতা চেয়ে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছিল ইরান। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পায়নি ইরান। তেহরান সহযোগিতা চেয়েছিল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। খবর এএফপি ও রয়টার্সের।

মিলার সাংবাদিকদের জানান, ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল, তবে শেষ পর্যন্ত লজিস্টিক কারণে তারা সেটি দিতে পারেননি।

তিনি বলেন, তাদেরকে (ইরান) স্পষ্ট করা হয়েছিল যে, আমরা সহায়তা দেবো। এমন পরিস্থিতিতে অন্য বিদেশি সরকারের পক্ষ থেকে অনুরোধ আসলে যেমন প্রতিক্রিয়া হতো, ঠিক তেমন প্রতিক্রিয়াই দেখানো হতো। তবে সেটি সম্ভব হয়নি বললেও বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।

রোববার দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্ট রইসিকে বহনকারী হেলিকপ্টার। এতে প্রেসিডেন্ট রইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নরসহ ৯জন নিহত হন। প্রেসিডেন্ট রইসি আজারবাইজান সীমান্তে জলাধার উদ্বোধন শেষে তাবরিজ শহরে ফিরছিলেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply