প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করল ইরান 

|

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে শূন্য হওয়া পদ পূরণ করতে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তেহরান। আগামী ২৮ জুন দেশটিতে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার (২১ মে) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্র-চালিত বার্তা সংস্থা ইরনা-এর বরাত দিয়ে আনাদুলু এজেন্সি জানায়, বিচার বিভাগ, নির্বাহী এবং আইনসভা কর্তৃপক্ষের প্রধানদের মধ্যে বৈঠকের পর দেশটির ১৪তম রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ মে থেকে প্রার্থীদের নিবন্ধন শুরু হবে।

প্রসঙ্গত, রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।

প্রেসিডেন্ট রইসির জানাজা আজ মঙ্গলবার (২১ মে) তাবরিজে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply