মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড়োজাহাজটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ঝড়ের কবলে তীব্র ঝাঁকুনিতে নিহত হয়েছেন এক যাত্রী। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার (২১ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। ওই ফ্লাইটে দুইশ এগারো জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন।
বিমানটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। লন্ডন থেকে রওনা হওয়া এই বিমান মাঝ আকাশে ভয়াবহ ঝড়ের (এয়ার টারবুল্যান্স) কবলে পড়ে। সেই ঝাঁকুনির জেরেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেন, ২১ মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসকিউ৩২১’ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে। হঠাৎ ঝড়ের কবলে তীব্র ঝাঁকুনিতে পড়লে বিমানটি ব্যাংককের দিকে মোড় নেয় এবং সেখানে স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে অবতরণ করে।
/এএম
Leave a reply