মশক নিধন কার্যক্রমে ব্যাঘাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসহযোগিতাকে দায়ী করলেন তাপস

|

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে মশক নিধন কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২১ মে) সকালে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও ফলপ্রসূ করতে নগর ভবন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, মশার প্রভাব নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অপ্রয়োজনীয় তথ্য দিয়ে করপোরেশনকে ব্যাতিব্যস্ত রাখা হয়। কিন্তু সেখানে রোগীর মূল ঠিকানাই দেয়া হচ্ছে না। ফলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থাও নেয়া সম্ভব হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের বিষয়ে জোর দেয়া হলেও অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের পাশাপাশি সব কাউন্সিলরকে জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর নির্দেশ দেন ফজলে নূর তাপস।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply