‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

|

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-এর পঞ্চম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রাজশাহী সেনানিবাসের ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে তাকে পরিয়ে দেয়া হয় ‘কর্নেল অব দি রেজিমেন্ট’-এর র‍্যাংক ব্যাজ।

এরপর জেনারেল আজিজ শহীদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি রেজিমেন্টের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় রেজিমেন্ট সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply