নেইমারকে আবারও বার্সায় চান মেসি

|

পিএসজিতে সতীর্থদের সাথে হচ্ছে না বনিবনা। ফ্রেঞ্চ লিগের খেলার মান নিয়েও সন্তুষ্ট নন। সেই সঙ্গে ফ্রান্স ফুটবলের নতুন ক্রেজ কিলিয়ান এমবাপ্পের জনপ্রিয়তা ব্যাপক বেড়ে গেছে। আবার ভুলতে পারছেন না বার্সায় কাটানো দিনগুলোও। কী করবেন? এমন দোটানায় আছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার।

গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির (২২২ মিলিয়ন ইউরো) বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। তবে যাওয়ার পর থেকেই ফের বার্সার ডেরায় ভেড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

কয়েক দিন আগেই অবশ্য নেইমারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরে বার্সা। ওই সময় ক্লাব কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, নেইমারকে ফের দলে ভেড়ানোর ইচ্ছা নেই তাদের।

কিন্তু ক্লাবের প্রাণভোমরা মেসি পরিষ্কার জানিয়ে দিলেন পিএসজি থেকে সাবেক সতীর্থকে ফেরত চান তিনি। জিততে চান আরো ট্রফি। জিততে চান চ্যাম্পিয়ন লীগের শিরোপাও।

তিনি বলেন, একপাশে নেইমার, অন্যপাশে লুইস সুয়ারেজ থাকলে আক্রমণভাগ আরো শক্তিশালী হবে। এ আক্রমণ নিয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদার শিরোপা জেতা সম্ভব হবে। পাশাপাশি অন্য শিরোপাও ঘরে তোলা যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply