অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে যশোরের বেনাপোলে শিশুসহ ২১ নারী পুরুষকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে পুটখালী সীমান্ত দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
এসময় ওই দলে মাদকসহ এক কারবারিকেও আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৫ শিশু, ৮ নারী ও ৮ পুরুষ রয়েছেন। তাদের বাড়ি যশোর, শরিয়তপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায়।
২১ বিজিবির অধিনায়ক লে: কর্নেল ইমরান উল্লাহ জানান, গোপন খবরে পুটখালী সীমান্তে অভিযান চালায় তারা। এসময় একটি চালানসহ ২১ জনকে আটক করা হয়। এদের মধ্যে একজনের কাছে ৩২০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটক করা হয় মাদক কারবারি আল আমিনকে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a reply