এমপি আনার হত্যা: গ্রেফতার সবাই খুনের বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন

|

ছবি: সংগৃহীত।

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় যাদের গ্রেফতার করা হয়েছে; তারা প্রত্যেকেই হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন। এমন তথ্য পেয়েছে ডিবি পুলিশ। তাছাড়া, আমানুল্লাহ নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার আসল নাম শিমুল ভূঁইয়া।

জানা গেছে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া নিজেকে আমানউল্লাহ নামেই পরিচয় দিতো। সেই হিসেবে, পরিচয়পত্র আর পাসপোর্টও পরিবর্তন করে সে। বিভিন্ন সময় শিহাব আর ফজল নামেও পরিচয় দিতো।

আরও গ্রেফতার করা হয় তানভীর ভূঁইয়াকে। যার বাড়ি খুলনার ফুলতলার, দামোদরপাড়ায়। এছাড়া, গ্রেফতার শেলেস্তা রহমানকে দিয়ে এমপি হত্যার ফাঁদ পাতা হয় বলে ধারণা গোয়েন্দাদের।

আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এমপিরই বন্ধু ও মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামান শাহীন। হত্যাকাণ্ডের সময় কলকাতায় কিলিং অভিযান শেষ করে আটককৃত তিন জনের সাথে দেশে ফিরেছিল শাহীন। পরদিনই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাট তিনিই ভাড়া করেছিলেন বলেও জানা গেছে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply