সংলাপের জন্য ১৬ জনের তালিকা চূড়ান্ত জাতীয় ঐক্যফ্রন্টের

|

প্রধানমন্ত্রীর সাথে সংলাপের জন্য ১৬ জনের তালিকা চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ড. কামালের নেতৃত্বে আলোচনায় অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লাহসহ মোট ১৬ জন।

মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক শেষে সন্ধ্যায় ব্রিফিং-এ এসব কথা জানান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব।

প্রধানমন্ত্রীর সাথে সংলাপে ঐক্যফ্রন্টের কারা থাকবেন, দাবি-দাওয়াসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হয় বৈঠকে। বিএনপিসহ ফ্রন্টের অন্য নেতারাও অংশ নেন। ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরীও। তবে কিছু সময় পর বেরিয়ে যান তিনি। সাত দফার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর সাথে সংলাপে হবে বলেও জানান ঐক্যফ্রন্ট নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply