প্রতিদিন মদিনায় ৩০০ টন জমজমের পানি সরবরাহ সৌদি কর্তৃপক্ষের

|

হজ উপলক্ষে দর্শনার্থীরা যাতে পর্যাপ্ত পরিমাণ জমজমের পানি পান করতে পারেন, সেজন্য সৌদি কর্তৃপক্ষ মদিনার মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করছে। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মক্কা থেকে মদিনায় মসজিদে নববির একটি সংরক্ষণ প্ল্যান্টে প্রতি মাসে ৯ হাজার টন জমজমের পানি সরবরাহ করে। অর্থাৎ, দৈনিক মদিনায় সরবরাহ করা হয় ৩০০ টন জমজমের পানি। পানি উত্তোলনের পর মদিনায় মুসল্লিদের এই পানি দেয়ার পূর্বে বিশুদ্ধতা পরীক্ষা করা হয়।

জমজমের পানি নিরাপদ কি না তা নিশ্চিত করতে বিশেষ কর্মীরা প্রতিদিন জমজম থেকে ৮০টিরও বেশি নমুনা নিয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করেন।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply