ঠাকুরগাঁও প্রতিনিধি:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সভায় জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আল মামুন আলম, সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুনন্নবী, যুবদলের সভাপতি মাহেবুল্লাহ চৌধুরী আবু নূর, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান আলী সহ অন্যান্য নেতাকর্মীরা।
এই রায়ের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে আটকিয়ে রাখা হয়েছে। বিনা কারণে তাকে সাজা পেতে হচ্ছে। দ্রুত খালেদা জিয়ার মুক্তি না দেয়া হলে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করা হবে।
Leave a reply