ক্লাসেনের ফিফটিতে রাজস্থানের বিপক্ষে লড়াকু সংগ্রহ হায়দরাবাদের

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১৭৬ রানের টার্গেট দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার (২৪ মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে প্যাট কামিন্সের দল। নির্দিষ্ট ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে এ লড়াকু সংগ্রহ পায় হায়দরাবাদ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় হায়দরাবাদ। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টের বলে কোহলারের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ১৩ রানে দলীয় প্রথম উইকেট হারায় তারা। এরপর রাহুল ত্রিপাঠিকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন ট্র্যাভিস হেড। দলীয় ৫৫ রানে ট্রেন্ট বোল্টের দ্বিতীয় শিকারে পরিনত হয় রাহুল। নতুন ব্যাটার এইডেন মার্করামের ব্যাট হাসেনি এদিন। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

সন্দীপ শর্মার বলে অশ্বিনের তালুবন্দি হয়ে মাঠ ছাড়ার আগে হেড খেলেন ৩৪ রানের ইনিংস। হেনরিক ক্লাসেনের ফিফটিতে ভালো রানের দিকে এগিয়ে যেতে থাকে হায়দরাবাদ। ক্লাসেনের ব্যাটে এদিন কোনো চার না আসলেও ৪টি ছক্কার শট ছিলো তার ইনিংসে। শেষদিকে শাহবাজ আহমেদের ব্যাট থেকে আসে ১৮ রান। শেষ পর্যন্ত ১৭৫ রানে থামে হায়দরাবাদের ইনিংস।

রাজস্থানের পক্ষে ৩টি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট ও আভেশ খান। ২টি উইকেট পান সন্দীপ শর্মা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply