চলতি মাসে ৩৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের। একই সময় দাম বাড়িয়ে বাজার থেকে ৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডিম সিন্ডিকেট, এমন অভিযোগ করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
শনিবার (২৫ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ডিম সিন্ডিকেট ও করপোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম বন্ধের দাবিতে’ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, গত এক মাসে মুরগির বাচ্চা বিক্রিতে করপোরেট কোম্পানি প্রায় ১৩শ’ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পাশাপাশি পোল্ট্রি ফিডের নামে বাজার থেকে তুলে নিয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। অথচ নীরব ভূমিকায় প্রাণিসম্পদ অধিদফতর।
এ সময় আরও অভিযোগ করা হয়, ছোট ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দেয়ার জন্যই কাজ করছে ফড়িয়া, মধ্যস্বত্বভোগী ও করপোরেট খাত।
/এমএন
Leave a reply