শিরোপা জিতেই পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে

|

ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক লিওকে হারিয়ে শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন। শনিবার (২৫ মে) লিলের স্টেডিও পিয়েরে মাউরোয় ২-১ ব্যবধানে ম্যাচ জেতে ডেম্বেলে-এমবাপ্পেরা। এ জয়ে রেকর্ড ১৫ বারের মতো ফ্রেঞ্চ কাপ ঘরে তুললো পিএসজি। ক্লাবে নিজের শেষ ম্যাচটি ট্রফি জয়ের সাথে রাঙালেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচ শুরুর আগে স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে দেখা গেছে পিএসজির ড্রেসিং রুমে। হয়ত শেষবারের মতো নিজেদের তারকাকে দেশের লিগে ধরে রাখার শেষ প্রচেষ্টা ছিলো এটি। কিন্তু এতেও ব্যর্থ ফ্রেঞ্চ প্রেসিডেন্ট। ঘোষণা অনুযায়ী মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা ছিলো এমবাপ্পের। আর ফ্রেঞ্চ কাপের ফাইনালই ছিলো চলতি মৌসুমে পিএসজির শেষ ম্যাচ। খেলা শেষে এমবাপ্পেকে নিয়ে সতীর্থদের শুন্যে ভাসানো সেলেব্রেশনই বলে দিচ্ছিলো শেষ আনন্দের উপলক্ষে মাতছেন তিনি।

ফাইনাল ম্যাচে পিএসজির দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচের ২২ মিনিটে উসমান ডেম্বেলের গোলে লিড পায় প্যারিস। ১২ মিনিট পরে ব্যবধান দ্বিগুন করেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকে লিও। ৫৫ মিনিটে গোল করে ব্যবধান কমান লিওর জেইক ও’ব্রায়েন। শেষ পর্যন্ত আরও কয়েকটি আক্রমণ চালায় তারা। কিন্তু প্রতিপক্ষের রক্ষণভগকে ফাঁকি দিয়ে বল জালে পাঠাতে ব্যর্থ হয় লিও। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জেতে পিএসজি।

উল্লেখ্য, পিএসজির হয়ে ক্যারিয়ারে ১৫টি শিরোপা জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে অধরা রয়ে গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply