‘ঈদের আগের দুদিন পায়ে হেঁটে মহাসড়কে আসতে পারবে না পোশাক শ্রমিকরা’

|

হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। ফাইল ছবি

ঈদের আগের দুদিন পোশাক শ্রমিকরা নিজস্ব প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া পায়ে হেঁটে একত্রে মহাসড়কে আসতে পারবে না। এমনটাই জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

আসন্ন কুরবানি ঈদে মহাসড়কে চলাচল নির্বিঘ্ন করা নিয়ে আজ রোববার (২৬ মে) এক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আইজিপি বলেন, পোশাক কারখানাগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের গাড়িতে করে পোশাক শ্রমিকদের বাসস্টপেজে পৌঁছে দিতে হবে। এতে হুট করে লেগে যাওয়া যানজট কমবে।

এসময় ঈদে মহাসড়কে চাঁদাবাজির বিভিন্ন স্পটের অভিজ্ঞতা তুলে ধরেন ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। সে প্রসঙ্গে হাইওয়ে পুলিশপ্রধান জানান, চাঁদাবাজি ঠেকাতে ড্রোন ক্যামেরাসহ এবার অত্যাধুনিক ব্যবস্থা থাকবে। এছাড়া, এবারের ঈদ যাত্রা গত ঈদের চেয়েও বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় আলোচনা হয় রাস্তার ওপর গরুর হাট ও যেখানে-সেখানে পশু লোড বা আনলোড করা নিয়ে। এ বিষয়ে বিভিন্ন পক্ষের মতামত নেয়া হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply