রাতভর রিমালের তাণ্ডব, সকাল হতেই বেরিয়ে এসেছে ক্ষতচিহ্ন

|

রাতভর উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সকাল হতেই বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন।

ঘূর্ণিঝড়ে ভেসে গেছে বাগেরহাটের মোংলার চিংড়ির ঘের। জলমগ্ন অনেক ঘরবাড়ি। ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়েচে অনেক স্থানে। রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলের এ অঞ্চল।

বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা। লক্ষ্মীপুর কমলনগরের নাসিরগঞ্জের বাঁধ ভেঙেছে ঘূর্ণিঝড়ে। তীব্র বেগে লোকালয়ে প্রবেশ করছে পানি। ভাঙন দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়।

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড সাতক্ষীরাও। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ। ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি। ফসলের ক্ষেত।

রাতভর স্বস্তিতে কাটলেও সকাল থেকেই রিমালের প্রভাব টের পাচ্ছেন নোয়াখালীবাসী। ঝড়ো হাওয়াসহ ঝুম বৃষ্টিতে তলিয়েছে নিম্নাঞ্চল। জোয়ারের কারণে পানির উচ্চতা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply