গুজরাটে উন্মোচিত হলো বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য। বাংলাদেশ সময় ১২টা ৫ মিনিটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্ধোধন করেছেন ‘স্ট্যাচু অব ইউনিটি’।
দেশটির গণতন্ত্র, একতা এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা সর্দার বল্লভভাই প্যাটেলের এই প্রতিকৃতির উচ্চতা ৫৯৭ ফুট। তার ১৪৩ তম জন্মদিনেই খুললো দরজা।
যা স্ট্যাচু অব লিবার্টির দ্বিগুণ। ২০১৩ সালে শুরু হওয়া প্রকল্পে ব্যয় হয়েছে ২ হাজার ৩৮৯ কোটি রুপি। ‘লৌহমানব’ হিসেবে খ্যাতি ছিলো ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের। নামকরণের স্বার্থকতা বজায় রাখতেই পুরো ভাস্কর্যটি নির্মিত হয়েছে লোহা দিয়ে। রয়েছে ৫৫৩টি ব্রোঞ্জ প্যানেলও। যা সূর্যরশ্মির কারণে অনেক দূর থেকেও উজ্জল দেখাবে। ভবিষ্যতে, ভাস্কর্যটির নিচে প্যাটেলের রাজনৈতিক ও কর্মজীবন সংক্রান্ত একটি যাদুঘর নিমার্ণের পরিকল্পনা রয়েছে।
Leave a reply