ভারী বৃষ্টির ফলে ভারতের মিজোরাম রাজ্যের আইজল জেলার একটি পাথর খনি ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এখনও ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে আছেন অনেক শ্রমিক।
মঙ্গলবার (২৮ মে) ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে জানায়, মিজোরাম রাজ্যের পূর্বাঞ্চলের আইজল শহরে এই ভূমিধস হয়। খবর পেয়ে দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। রুদ্ধশ্বাস অভিযানে ২ জনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।
তবে, এখনও ধংস্তূপের নীচে আটকা আছে অনেক খনি শ্রমিক। তবে, টানা বৃষ্টিপাতের ফলে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
/এমএইচ
Leave a reply