সঠিক তথ্যের অভাবে পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

|

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সঠিক তথ্যের অভাবে পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। একদিকে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, অন্যদিকে ভোক্তাকে অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ মে) স্মার্ট কৃষি ব্যবস্থাপনা নিয়ে ডিসিসিআই আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, উৎপাদন খরচ কমানোসহ পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষিতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। এসময় স্থানীয় কৃষি এবং কৃষকের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের তাগিদ দেন তিনি। বলেন, বিদেশ থেকে প্রযুক্তি আনলেই হবে না, কৃষকের কর্মপদ্ধতি অনুসরণ করে মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে।

সেমিনারে অন্যান্য বক্তারা বলেন, কৃষি ক্ষেত্রে প্রযুক্তি বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডিভাইসের উচ্চ মূল্য। কৃষকের কাছে স্বল্প দামে ডিভাইস পৌঁছে দেয়ার জন্য সরকারের বিনিয়োগ দরকার।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply