জুলাই থেকে দেশে কমবে মূল্যস্ফীতি: সালমান এফ রহমান

|

প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ এখনও বিদেশি বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য। প্রতিদিনই প্রস্তাব আসছে। এসময়, জুলাই থেকে দেশে মূল্যস্ফীতি কমবে বলেও আশাব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে মেট্রোপলিটান চেম্বার আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন এই বিনিয়োগ উপদেষ্টা।

অর্থনীতির তুলনায় পুঁজিবাজারের সামার্থ্য বাড়েনি জানিয়ে তিনি বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে এখনও বড় চ্যালেঞ্জ এনবিআর। বারবার বলা হচ্ছে, করজালের আওতা বাড়িয়ে করহার কমিয়ে দিলে রাজস্ব আহরণ বাড়বে। কিন্তু প্রতিবার যারা কর দিচ্ছে, তাদের আরও বেশি চাপে ফেলা হচ্ছে।

সভায় জানানো হয়, দেশে বিদেশিদের ব্যবসা শুরু করতে হলে প্রায় দেড়শ ধরনের অনুমতি লাগে। এর কোন প্রক্রিয়াই সহজ না। অথচ অনেক দেশে এসব কাজ মাত্র কয়েক ঘণ্টায় হয়ে যায়।

সেমিনারে অন্যান্য আলোচকরা বলেন, ‘অপ্রত্যাশিত ব্যয়ের’ কারণে প্রণোদনার সর্বোচ্চ সুফল পাচ্ছেন না ব্যবসায়ীরা। তহবিলের যোগান এখনও বড় চ্যালেঞ্জ। ছোট ব্যবসায়ীদের তুলনায় বড় প্রতিষ্ঠান ব্যাংক ঋণ পেতে গুরুত্ব পাচ্ছে। এছাড়া, এখনও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply