যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলায় নিহত ১৪ হুতি যোদ্ধা

|

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। এতে প্রাণ গেছে অন্তত ১৪ জনের, আহত হয়েছেন ৩০ জন।

বৃহস্পতিবার (৩০ মে) দেশটির হুদাইদাহ প্রদেশে চালানো হয় এই বিমান হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩টি স্থাপনা, দাবি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের। আঘাত হানা হয়, একটি রেডিও স্থাপনা ও বন্দরে।

লোহিত সাগরে জাহাজে হামলার প্রতিবাদে সশস্ত্র গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে এর আগেও কয়েক দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। তবে বেসামরিকদের সুরক্ষায় অত্যন্ত পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি দেশ দু’টির। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগর দিয়ে চলা জাহাজগুলোতে প্রায়শই হামলা করে থাকে হুতিরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply