বেড়েছে আমদানি: সাত দিনে হিলি বন্দর পার হয়েছে ২৮৬ টন কাঁচামরিচ

|

বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানি। কয়েকদিন আগেও হিলি বন্দর দিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও এখন আসছে ৭ থেকে ৮ ট্রাক কাঁচামরিচ।

প্রচণ্ড খরা আর সাম্প্রতিক ঝড়-বৃষ্টির কারণে দেশে মরিচের উৎপাদন কমেছে। সংকট দেখা দেয়ায় বেড়েছে দাম। চাহিদা বাড়ায় পরবর্তীতে ভারত থেকে শুরু হয় আমদানি।

জানা গেছে, গত ৭ দিনে হিলি বন্দর দিয়ে ২৯ ট্রাকে কাঁচামরিচ আমদানি হয়েছে প্রায় ২৮৬ টন। আর হিলিবন্দরে মানভেদে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২৫ টাকায়।

আমদানিকারকরা জানিয়েছেন, রিমালের কারণে মোকামগুলোতে কাঁচামরিচের চাহিদা কমে যায়। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আবারও বাড়ে চাহিদা। দামও উর্ধ্বমুখি। দেখা গেছে, পাইকারী বাজারে ভালো মানের প্রতি কেজি ভারতীয় কাঁচামরিচ ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply