৪১ রানে ৫ উইকেট হারালো টাইগাররা, লণ্ডভণ্ড ব্যাটিং লাইনআপ

|

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ছন্নছাড়া বাংলাদেশের টপ অর্ডার। দলীয় ৪১ রানেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। লিটন-সৌম্যকে হারিয়ে টাইগার শিবিরে জোড়া আঘাত হানেন আরশদীপ সিং। দলীয় ৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন-সৌম্য আউট হলে ক্রিজে আসেন অধিনায়ক শান্ত। কিন্তু দায়িত্ব নিয়ে ব্যর্থ তিনিও। মোহাম্মদ সিরাজের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। ফেরেন শূন্য রানে।

১০ রানে ৩ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ। নতুন জুটি গড়েন তাওহিদ হৃদয়-তানজিদ হাসান। ব্যক্তিগত ১৭ রানে হার্দিক পান্ডিয়ার বলে আরশদীপের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান। পরের ওভারেই অক্ষর প্যাটেলের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়। আউট হবার আগে হৃদয় করেন ১৩ রান।

উল্লেখ্য, টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তুলতে সক্ষম হয় ভারত। পন্ত-পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে এ সংগ্রহ পায় টিম ইন্ডিয়া।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply