৩০ বছরে সবচেয়ে কম ভোট পেলো নেলসন ম্যান্ডেলার এএনসি

|

দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে জয়ের পথে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। দেশটির ৭ম জাতীয় নির্বাচনে ৪০ শতাংশ ভোট পেয়েছে দলটি। ফলে জোট সরকারে যেতে হবে এএনসিকে।

রোববার (২ জুন) এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৭ শতাংশ ভোট কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।

ফলাফলে দেখা যায়, গতবারের তুলনায় প্রায় ১৭ শতাংশ ভোট কমেছে এএনসির। সরকার গঠনে, ম্যাজিক ফিগার অর্জন করতে না পারায় গঠন করতে হবে জোট।

তবে, দক্ষিণ আফ্রিকার নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশে আরও কিছুটা সময় লাগবে। দেশটিতে ১৯৯৪ সাল থেকে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে আসছে এএনসি। এতদিন জনপ্রিয়তা কমলেও ৫০ শতাংশের ওপর ভোট পাওয়ার কারণে এককভাবেই সরকার গঠন করে আসছিল দলটি। সবশেষ, ২০১৯ সালের নির্বাচনেও ৫৭ শতাংশের বেশি সমর্থন পেয়েছিল এএনসি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply