রাজনীতির মাঠেও ছক্কা হাঁকালেন ইউসুফ পাঠান

|

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো রাজনীতির মাঠে নেমেই বাজিমাত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে কংগ্রেসের অধীর চৌধুরীকে হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান।

অনানুষ্ঠানিক ফল বলছে ইউসুফ পাঠান পেয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৫৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী অধীর পেয়েছেন ৪ লাখ ১৮ হাজার ১৫৩ ভোট। ২০২৪ সালের লোকসভা ভোটে জয় পেতে বামদের সঙ্গে জোট বেঁধে ময়দানে নেমেছিলেন অধীর। কিন্তু সেই জোট সাফল্য পায়নি। বরং সাবেক ক্রিকেটার ইউসুফের কাছে ধরাশায়ী হলেন অভিজ্ঞ এই নেতা।

এর আগে ক্রিকেট মাঠেও বেশ সফল ছিলেন ইউসুফ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর দিয়েই অভিষেক ঘটে তার। সেবছরই ফাইনালে মাঠে নেমে দলকে ট্রফি এনে দিয়েছেন তিনি। সেই সাথে ২০১১ সালে বিশ্বজয়ী সেই ভারতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইউসুফ পাঠান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply