‘জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে’

|

ছবি: সংগৃহীত

মাঠের ক্রিকেটে সময়টা বড্ড খারাপ যাচ্ছে বাংলাদেশের। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই সবকিছু ঠিক হয়ে যাবে বলে মনে করছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের সহ-অধিনায়ক জানান, নিজেদের উন্নতি নিয়ে ক্রমাগত কাজ করে যাচ্ছেন তারা।

 ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। যদিও বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ভালো হয়নি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজর হারের পর অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে উড়ে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল।

মঙ্গলবার (৫ জুন) ডালাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাসকিন। যেখানে প্রশ্ন এসেছে, বিশ্বকাপে বাংলাদেশ কত দূর যেতে পারে? জবাবে তিনি বলেন, আসলে বলা কঠিন। প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো–মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্র সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি, কীভাবে খেলতে হবে। আশা করি, এগুলো সামনের ম্যাচগুলোয় সাহায্য করবে। যদি আমরা মোটামুটি রান করতে পারি, আমাদের পক্ষে ভালো কিছু সম্ভব। উইকেট একটু লো স্কোরিং।

এবারের বিশ্বকাপে তাসকিনের বাড়তি একটি দায়িত্ব আছে। বিশ্বকাপ দলে তাসকিন বাংলাদেশের সহ-অধিনায়ক। এ নিয়ে তাসকিন বোধহয় বাড়তি কিছুই ভাবছেন না। তাসকিন বলেন, দিন শেষে মাঠে বাস্তবায়ন করাই হচ্ছে আসল বিষয়। ধরেন আপনি একটা পরিকল্পনা দিলেন, আমি বাস্তবায়ন করতে পারলাম না, তাতে বিষয়টি ব্যর্থ হয়ে গেল। অধিনায়ক-সহ-অধিনায়ক, কোচ, যে–ই থাকুক, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলেই (সেই) সিদ্ধান্ত ভালো হয়। আশা করি ভালো কিছুই হবে। দোয়া করবেন যেন প্রথম ম্যাচে আমরা ভালো করতে পারি।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ১৯ দিনের মধ্যে মাত্র পাঁচদিন অনুশীলন করতে পেরেছে বাংলাদেশ দল। ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন না দলটির ৯০-৯৫ ভাগ ক্রিকেটার। সেটার কারণও জানিয়েছেন তাসকিন। তিনি বলেন, শুধু আমরা না। আবহাওয়ার কারণে সবদলই সেভাবে অনুশীলন করার সুযোগ পায়নি। বৃষ্টির কারণে মাঠ ভেজা ছিল বা সুযোগ-সুবিধা তুলনামূলক কম ছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু নতুন ক্রিকেট হচ্ছে.. আর মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হেরে একটু মোরালি ডাউন ছিলাম।

বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজের খেলা নিয়ে তাসকিন বলেন, প্রায় তিনটা সেশন বোলিং করতে পারলাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছি। ওভারঅল ইমপ্রুভম্যান্টস অনেক ভালো মাশাআল্লাহ। আশা করছি যে প্রথম ম্যাচ থেকেই পারব (খেলতে)। কালকে আরেকটা সেশন আছে। ইনশাআল্লাহ আশা করছি যে প্রথম ম্যাচ থেকে খেলতে পারব, বাকিটা আল্লাহর ইচ্ছা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply