ভারত-বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

|

ভারতের সাথে বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ। দেশটির সাথে অন্য কোনো দেশের সাথের সম্পর্কের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুুদ। এ সময় ভারতের নির্বাচিত নতুন এনডিএ জোট ও ভারতের জনগনকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী।

বুধবার (৫ জুন) সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটা জানান তিনি। গনতান্ত্রিক চর্চায় অবদান রাখার জন্য ভারতের জনগনকেও বিশেষ অভিনন্দন জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মেয়াদে নতুন সরকারের সাথে সম্পর্কের গভীরতা ও বহুমাত্রিকতায় পৌঁছাবে। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ তবে ভারতের সাথে সম্পর্ক অনন্য অবস্থানে।

এসময় মন্ত্রী ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানান। তিনি বলেন, বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশের বিরোধীদলও সংসদে ভূমিকা রাখতে পারলে গনতান্ত্রিক চর্চা আরও জোরালো হত। এ সময় ড. ইউনুস আদালতে সর্বোচ্চ সহানুভূতি পাচ্ছেন বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply